বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক এসএমই খাতে অর্থায়ন সরকার নির্ধারিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সহায়তা করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক শিল্প নীতি এবং বাংলাদেশ ব্যাংকের প্রুডেন্সিয়াল রেগুলেশন অনুসারে এসএমই নীতি এবং অর্থায়নের নিয়ম চালু করেছে। বিকেবি অক্টোবর, ২০০৭ সাল থেকে এসএমই খাতে অর্থায়ন শুরু করে।
ইন্টারেস্ট রেটঃ
মেয়াদী ঋণ: ১৫.০০%
নগদ ঋণ/মূলধন ঋণ: ১৫.৫০%
নারী উদ্যোক্তা: ১৫.০০%
পরিশোধ:
ইএমআই (সমান মাসিক কিস্তি) সর্বোচ্চ ০৫(পাঁচ) বছর এবং ০১(এক) বছরের জন্য কার্যকরী মূলধন।