Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd সেপ্টেম্বর ২০২৪

ব্যাচ সার্ভিস


বাংলাদেশ ব্যাংক "বাংলাদেশ স্বয়ংক্রিয় ক্লিয়ারিং হাউস"(ব্যাচ) নামে দেশের পেমেন্ট সিস্টেম স্বয়ংক্রিয় করার প্রকল্প হাতে নিয়েছে।
ব্যাচ-এর একজন সক্রিয় সদস্য এবং বর্তমানে ৯৪টি শাখা সরাসরি নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে কাজ করছে।ব্যাচ প্রকল্পটি দুটি ভাগে বিভক্ত:  

i) বিএসিপিএস(বাংলাদেশ স্বয়ংক্রিয় চেক প্রসেসিং সিস্টেম) এবং  
ii) বিইফটিএন(বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক)  

বাংলাদেশ ব্যাংক অক্টোবর ২০১০-এ BACPS চালু করেছে এবং সমস্ত ব্যাংককে সফটওয়্যার প্রদান করেছে, যার নাম পার্টিসিপিটিং ব্যাংক মডিউল, পিবিএম যা  ক্লিয়ারিং হাউসে অস্বীকার না করে নিরাপদ উপায়ে ডেটা সংযোগ ও প্রেরণ করতে সক্ষম। বিইফটিএন ফেব্রুয়ারি ২০১১ থেকে কাজ করছে।